ক্যারিয়ার কি? ক্যারিয়ার ভাবনা এবং কিছু সহজ কথা

 ক্যারিয়ার কি?

সহজ কথায় ক্যারিয়ার হলো আপনার প্রফেশনাল জীবনের পথচিত্র। আপনার প্যাশন এবং কাজের ধরন যা করে বাকি জীবন অর্থ উপার্জন করা যায় ও স্বাচ্ছন্দ্যে জীবন কাটানো যায়।

ক্যারিয়ার ভাবনা এবং কিছু সহজ কথা
ক্যারিয়ার ভাবনা এবং কিছু সহজ কথা

বাংলাদেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয় 

ক্যারিয়ার প্ল্যানিং এর পূর্বে যা জানা জরুরি 

১) নিজেকে জানা 

নিজেকে জানলে, নিজেকে বুঝলে জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। আগে জানুন আপনি কি করতে ভালোবাসেন।  আপনার প্যাশন কোথায়।কোন কাজটায় আপনি আনন্দ খুঁজে পান এবং নিজেকে ঢেলে দিতে পারেন।  

২) আগ্রহ বোঝাঃ

 খুঁজে বের করুন আপনার আগ্রহ কোথায়।  আপনি সব কিছুতে নিশ্চয়ই ভালোলাগা পান না। কোন কাজে আপনার ভালোলাগা সেটা বের করুন।

IKIGAI বুক রিভিউ 

৩) আপনি প্যাশনেট কিনাঃ 

যেই বিশেষ কাজটা আপনার ভালো লাগছে সেটা কি সামাজিক চাহিদার কারনে আপনি হঠাৎ করে সেই অনুযায়ী ক্যারিয়ার বানাতে চাচ্ছেন কিনা এবং সেই বিষয়ে আপনার প্যাশন কতটুকু। ধরুন সমাজে একজন ফটোগ্রাফার  এর চেয়ে একজন ম্যাজিস্ট্রেটের সন্মান বেশি কিন্তু আপনি বই পড়ার চেয়ে ক্যামেরায় আগ্রহী। 

মানসিকভাবে ভালো থাকার উপায়

নিজের প্যাশন না বুঝলে ক্যারিয়ার প্ল্যানিং থেকে ছিটকে পরতে পারেন।

৪) ক্যারিয়ার নির্বাচন 

কোন পথে আপনি এগুতে চাচ্ছেন তার খুটিনাটি জানা জরুরি। জানার শেষ নেই। আধুনিক যুগে অনেক কিছু করে টাকা কামানো যায়। ডিটিটাল মার্কেটিং,  গ্রাফিক্স ডিজাইন,  বগ্লিং  সরকারি চাকরি,  উদ্যোক্তা অনেক কিছু।

পরবর্তী ধাপঃ

১) কাজ করাঃ 

আপনার ক্যারিয়ার প্ল্যান সফল হওয়ার প্রথম ধাপ হলো কাজ করা। প্রতিটি বৃহৎ কাজ ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু। শুরুতেই আপনার সব এলোমেলো লাগবে।  আপনার মনে হবে আমি তো কিছু পারিনা কিছুই বুঝি না। কিন্তু কাজ করাই আপনাকে এগিয়ে নিবে।

২) ক্যারিয়ার প্ল্যানিং গ্র্যাফ বানানোঃ

আপনার জীবন কোনো সরলরেখা নয়।  ঠিক এভাবেই সব সময়ই উত্থান পতন থাকবে। সফল হবার আগ পর্যন্ত স্ট্রাগলিং পিরিয়ড চলবে। আপনি লম্ব অক্ষ ভূমি অক্ষ ধরে একটা গ্রাফ বানান। সখানে নিজেই মার্কিং করুন।  সব কিছুর জন্য নাম্বার থাকবে। ধরুন আপনার প্যাশন,  কাজ,  চিন্তা সব কিছুকে মার্কিং করে গ্রাফে জায়গা দেন।

৩) মানসিক দৃঢ়তা ঃ 

মানসিক দৃঢ়তা আপনাকে জীবনে বহুদূর নিয়ে যাবে। আমরা কিছু না পেলেই হতাশ হয়ে পরি। ভেঙে যাই। এখানে আমার কাছে আপনার জন্য সুন্দর একটা সমাধান আছে

কাজের ফলাফলে কম ফোকাস করে কাজকে গুরত্ব দিন। আপনি প্রথম বারেই সফল হবেন না। আপনি পারবেন না কিছুই হবে না ধরে নিন তবুও কাজ করে যান।

৪) চ্যালেঞ্জ নেওয়াঃ

কথায় আছে নো রিক্স নো গেইন। রিক্স নিতে জানতে হবে।  শুরুটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে এবং তা দৃঢ়তার সাথে মোকাবিলা করতে হবে।

দৃষ্টিভঙ্গি এমন রাখবেন যেনো আপনি সব কিছুকে সহজেই মেনে নিতে পারেন।

কিছু অতিরিক্ত কথা

আপনি সফল নাই হতে পারেন। সাথে সাথে ফলাফল নাও পেতে পারেন। কিন্তু থেমে না গেলেই জয় আপনার হবে।

Find your passion and work for it..

জয় আপনার হবেই✌️

Next Post
No Comment
Add Comment
comment url